করোনা মোকাবেলায় ১৬ ডাক্তারকে বান্দরবানে বদলি

কোভিড-১৯ অতিমারি মোকাবেলায় ১৬ চিকিৎসককে একযোগে বান্দরবান জেলা হাসপাতালে বদলি করা হয়েছে।

৫ জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারি সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ১৬ চিকিৎসককে রাঙামাটি মেডিকেল কলেজ থেকে বান্দরবান সদর হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়।

বদলিকৃত কর্মকর্তাগণ হলেন, ডা. মোঃ আবদুল্লাহ আল মামুন, ডা. আবু মোহাম্মদ, ডা. মোহাম্মদ ফোরকান, ডা. ঋভুরাজ চক্রবর্তী, ডা. মোছাঃ কোহিনুর পারভীন, ডা. হাবিবুল ইসলাম চৌধুরী, ডা. আবু শহীদ মোহাম্মদ রেজাউল করিম, ডা. গৌরব দেওয়ান, ডা. মৌমিতা ত্রিপুরা মুমু, ডা. এস. এম. ইশতিয়াক আলী, ডা. নাবীল চৌধুরী, ডা. চৌধুরী ফারহানা, ডা. মিলটন বড়ুয়া, ডা. নাজনীন আক্তার, ডা. আশীষ কুমার তঞ্চঙ্গ্যা ও মোঃ আবু নাসের ফয়সাল রেজা।

প্রজ্ঞাপনে ৭ জুলাইয়ের মধ্যে ‍উক্ত চিকিৎসকগণকে বান্দরবান সদর হাসপাতালে যোগদান করতে বলা হয়।

প্রসঙ্গত, চিকিৎসক সংকটে বান্দরবান সদর হাসপাতালসহ জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। করোনায় আক্রান্ত রোগীদের বাড়তি চাপে এই সংকট আরো বেড়েছে।

শেয়ার করুন