করোনায় মৃত্যু: ৬ লাখ ছাড়ালো বিশ্ব

প্রতীকী ছবি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৬ লাখ ১ হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৪২ লাখের বেশি মানুষ।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে আজ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৪০ হাজার ১০৫ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৩৭ লাখ ছাড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। সেখানে আক্রান্ত ২১ লাখের কাছাকাছি, মৃত্যু ৭৮ হাজার ৭৭২ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪৫ হাজার ৩৫৮ জন। তবে বিশ্বে আক্রান্তের সংখ্যায় তৃতীয়তে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্ত ১০ লাখ ছাড়িয়েছে।

শেয়ার করুন