এখনই খুলছেনা বান্দরবানের কোনো পর্যটন কেন্দ্র

বান্দরবানে জেলা প্রশাসন পরিচালিত মেঘলা পর্যটন কেন্দ্র। ফটো: খোলা চোখ

নতুন বিধিবিধান মেনে গণপরিবহন চালু হলেও এখনই খুলছেনা বান্দরবানের কোনো পর্যটন কেন্দ্র। বন্ধ থাকছে হোটেল মোটেল রিসোর্টগুলোও।

দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় অনেক হোটেল মোটেল তাদের কর্মচারি ছাঁটাই করতে বাধ্য হয়েছে। অনেকে সীমিত সংখ্যক জনবল দিয়ে অভ্যন্তরীন পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে।

বান্দরবান হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হোটেল রিসোর্ট বন্ধ রেখেছি। প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে। খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

শহরের হিলভিউ হোটেলের মহাব্যবস্থাপক সুলতান নাফিস মাহমুদ বলেন, আমরা সীমিত সংখ্যক কর্মচারি রেখে রক্ষণাবেক্ষণ চালিয়ে যাচ্ছি। তবে এখনো হোটেল খোলার কোনো সিদ্ধান্ত নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সাইরু হিল রিসোর্টের অতিরিক্ত মহাব্যবস্থাপক মিজান বায়েজিদ জানান, আমাদের রিসোর্টে অনেকেই বুকিং দিতে চাইছেন। কিন্তু প্রশাসনের অনুমতি না পাওয়ায় এখনো বুকিং চালু করা যাচ্ছেনা।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন বলেন, এই মুহূর্তেই হোটেল রিসোর্ট বা পর্যটনকেন্দ্রগুলো খুলে দেবার কোনো সিদ্ধান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৯ মার্চ থেকে জেলার সব পর্যটন কেন্দ্র এবং হোটেল রিসোর্ট বন্ধের ঘোষণা দেয় জেলা প্রশাসন।

শেয়ার করুন