ইকবাল স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট; ব্রাদার্সকে হারিয়ে সেমিতে রয়েল রিদম

ইকবাল স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে রিদম রয়েল। তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে নিজেদের প্রমান করেই তারা হারিয়েছে ব্রাদার্সকে। এ জয়ে তারা পৌঁছে গেল সেমিফাইনালে।

রিদম রয়েলের গোলমুখে ব্রাদার্সের একটি প্রচেষ্টা। ছবি-খোলাচোখ ডট কম।

বিকেলে রাজার মাঠে অনুষ্ঠিত ম্যাচে দু’দলই তাদের সেরা খেলোয়াড়দের নিয়ে মাঠে নামে। তবে মাঠে বলের দখল বেশি রাখে রিদম রয়েল। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতির পরে জয়ের জন্য মরিয়া দুদলের খেলোয়াড়রা কিছুটা ফাউল করে খেলতে থাকলে দর্শকদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়।

ম্যাচের ষাট মিনিটে রিদম রয়েলের একটি নিশ্চিত গোল থেকে নিজেদের বাঁচিয়ে নেন ব্রাদার্সের গোলরক্ষক সৈকত। তবে ডি বক্সের সামনে হাতে লাগায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি শাহ অালম। কিন্তু পেনাল্টি শট ঠেকিযে অাবারো নিজেকে প্রমান করেন সৈকত।

এর পর একাধিক সুযোগ পেয়েও অার কাজের কাজ করতে পারেনি রিদম রয়েল। নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

পেনাল্টিতে  ৬ টি করে শট নেবার সুযোগ পায় উভয় দল। তবে পাঁচটি গোল করতে সক্ষম হয় রিদম রয়েল অার চার গোল করে ব্রাদার্স।

গোলবারের নীচে বাধার পাহাড় হয়ে দর্শকের নজর কাড়েন রিদমের গোলরক্ষক সুমন।

ম্যাচ সেরার পুরস্কারটিও  জিতে নেন সুুমন মারমা।

 

 

 

 

 

শেয়ার করুন