আলীকদম বাজারের প্রবেশপথেই ময়লার ভাগাড়

আলীকদম বাজারের প্রবশেমুখে জমে ওঠা ময়লার স্তুপ।

আলীকদম বাজারের প্রবেশপথেই গড়ে উঠেছে ময়লার ভাগাড়। দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। ময়লার স্তুপ জমে দখল হয়ে গেছে রাস্তার একাংশ। ফলে পায়ে হেঁটে ও যান চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে।

ময়লার স্তুপ জমে রাস্তা ছোট হয়ে যাওয়ায় হরহামেশাই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। স্থানীয় সাইকেল মেকানিক আলী আকবর ও ইঞ্জিন মেকানিক আয়ূব আলী জানান, এ স্থানে ময়লার স্তুপ জমে রাস্তায় উপরে চলে আসায় রাস্তা সংকীর্ণ হয়ে গেছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, আলীকদম বাজারের প্রবেশপথে ভাই ভাই হোটেল, ক্যাফে নাইন্টি সেভেন ও আশপাশের কাঠমিস্ত্রীর দোকান, মুদি দোকানের বর্জ্য এই স্থানে ফেলার কারণে দিন দিন ময়লার স্তুপ বৃদ্ধি পাচ্ছে।

এ ব্যাপারে আলাপ করা হলে আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন ময়লা অপসারণ করার আশ্বাস দেন। তবে তার সেই আশ্বাস এখনো বাস্তবায়িত হয়নি।

শেয়ার করুন