মামলার দায়ের
আলীকদমে ত্রানের টিন বিক্রি করে দিলেন ইউপি সদস্য

বান্দরবান (আলীকদম) প্রতিনিধি।। বান্দরবানের আলীকদমে ত্রাণের ঢেউটিন বিক্রির অভিযোগে সদর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য সন্তোষ কান্তি দাশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সুজন দাশ।

জানা গেছে, গত ৬ জুলাই ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দে আলীকদম উপজেলায় ৫২ বান্ডেল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বিতরণকৃত টিনগুলো থেকে এক বান্ডেল ঢেউটিনসহ নগদ অর্থ গ্রহণ করেন গুলতাজ বেগম নামের এক দুঃস্থ নারী। কিন্তু পরে ওই ঢেউটিনগুলো অভিযুক্ত ইউপি সদস্য সন্তোষ দাশ গুলতাজ থেকে ফিরিয়ে নেন। এ বিষয়ে গুলতাজ বেগম ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করলে বেহাত হওয়া টিনগুলোর ব্যাপারে খোঁজ নেওয়া শুরু হয়।

একপর্যায়ে টিনগুলো ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জনৈকা আনছারু বেগমের বাড়িতে রক্ষিত আছে বলে খবর পাওয়া যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখান থেকে উপজেলা চেয়ারম্যান জামাল উদ্দিনসহ অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ধার করা হয়।

এসময় টিনগুলো কিভাবে আসল জানতে চাইলে আনছারু বেগম তা প্রতিবান্ডেল ৩ হাজার ৯শত টাকা করে ইউপি সদস্য সন্তোষের কাছ থেকে কিনে নেন বলে জানান।

অভিযুক্ত সদস্য সন্তোষ কান্তি দাশ বলেন, ত্রাণের ঢেউটিনগুলি তিনি বিক্রি করেননি। তবে যারা ত্রাণ পেয়েছিল তাদের বিক্রির সময় তিনি মধ্যস্থতা করেছেন।

ইউএনও মো. নাজিমুল হায়দার বৃহস্পতিবার জানান, অভিযুক্ত ইউপি মেম্বারকে দাপ্তরিকভাবে নোটিশ করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন