অনলাইন ভিত্তিক বান্দরবানের ফেইসবুক গ্রুপ ডিএসবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেসপারেটলি সিকিং বান্দরবান, (Desperately Seeking Bandarban) সংক্ষেপে ডিএসবি, মূলত একটি সাহায্যকারী অনলাইন ভিত্তিক গ্রুপ, যা বান্দরবানকে দেশবাসীর কাছে তুলে ধরে। এটি পরিচালিত হয় একঝাঁক উদ্যমী তরুণ-তরুণী দ্বারা, যারা সবসময় সর্বোচ্চ চেষ্টা দিয়ে জনগণকে সঠিক তথ্যের সন্ধান দেয়।

বান্দরবানের সৌন্দর্য পর্যটকদের কাছে তুলে ধরা, বান্দরবানবাসী এবং পর্যটকদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক অনলাইনে সমাধান দেয়ার পাশাপাশি টিম ডিএসবি শীতবস্ত্র বিতরণ, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ, অসহায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মতো বিভিন্ন সামাজিক এবং সচেতনতামূলক কর্মকান্ডও পরিচালনা করে আসছে।

২০১৮ সালের ১৭ই অক্টোবর তারিখে যাত্রা শুরু হয়েছিলো ডিএসবির। তারই ধারাবাহিকতায় এক বছর পূর্তি উপলক্ষ্যে একটি ফটো কনটেস্টের আয়োজন করা হয়। গতকাল ৩০ জানুয়ারি বান্দরবানের স্বনামধন্য রেস্টুরেন্ট কাজীস ডাইনে এই ফটো কনটেস্টের পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্রাদারহুড এমসি বিডির ফাউন্ডার মোঃ সিফাত, বান্দরবান অনলাইন ব্রডব্যান্ডের স্বত্বাধিকারী আরিফ ইসলাম, বান্দরবান জিম এন্ড বিলিয়ার্ড এর স্বত্বাধিকারী ইমরান জিতু, কাজীস ডাইন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী কাজী জিসান, আকাশ বৈশাখ এন্টারপ্রাইজ এর আকাশ দে এবং রিভারভিউ হোটেল এর স্বত্বাধিকারী আরমান হোসেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন