শিশুদের মানবিক বিকাশ ঘটাতে জান্নাতুল ফেরদৌস এর গল্পবই ‘কাঠপেন্সিলের আনন্দ’

বইমেলায় এসেছে জান্নাতুল ফেরদৌস এর শিশুতোষ গল্পের বই ‘কাঠপেন্সিলের আনন্দ’

জান্নাতুল ফেরদৌস-এর লেখা ‘কাঠপেন্সিলের আনন্দ’। ছোটদের জন্যে লেখা গল্পের বই। প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। বইটি সম্পর্কে লেখক বলছেন, ‘শিশুদের মানবিক বিকাশ এবং সৃজনশীলতাকে আমার ছোটগল্পের বইয়ে গুরুত্ব দেয়া হয়েছে। এখনকার জেনারেশন আসলে অনেক যান্ত্রিক হয়ে গেছে। আমাদের শৈশবটা ছিলো অকৃত্রিম। এখন সবকিছুই যেন কৃত্রিমতায় ভরা। ওদের শৈশবের আনন্দটাই হারিয়ে যাচ্ছে। ভূত-প্রেত বা যন্ত্রভিত্তিক বইয়ের প্রতি বাচ্চাদের বেশি আগ্রহ। এর পাশাপাশি তাদের মানবিক চিন্তাশীলতার বিকাশ অনেক গুরুত্বপূর্ণ। এসব বিষয় মাথায় রেখেই গল্পের বইটি লেখা হয়েছে।’

বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা শিশুপ্রকাশ। পাওয়া যাচ্ছে বইমেলার ৬৮১ নম্বর স্টলে। এর দাম রাখা হয়েছে ৮০ টাকা।

শেয়ার করুন