বান্দরবানে করোনার টিকা পেতে যা করতে হবে

কোভিড-১৯ এর টিকা পেতে হলে বান্দরবান জেলার বাসিন্দাদেরকে কিছু নিয়ম মেনে রেজিষ্ট্রেশন করতে হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের অন্যান্য এলাকার মত এখানকার অধিবাসীরাও https://surokkha.gov.bd/ এই ওয়েবসাইটে নিজেদের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।

যেসব ধাপ অনুসরন করতে হবে:

১. প্রথমে এই পোর্টালে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইয়ের মাধ্যমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন।
২. অনলাইনে নিবন্ধন করার পর তথ্য যাচাই করে পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লেখপূর্বক মোবাইলে মেসেজ পাবেন।
৩. মোবাইলে মেসেজ পাবার পর এপের মধ্য থেকেই টিকাকার্ড ও সম্মতিপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
৪. এরপর জাতীয় পরিচয়পত্র + টিকা কার্ড + সম্মতিপত্র -এই তিনটি কাগজ নিয়ে উল্লিখিত তারিখে টিকাদান কেন্দ্রে স্ব-শরীরে উপস্থিত হয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করবেন।

বান্দরবানে কর্মরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইলেন্স এন্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. মাহজাবিন হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রেজিষ্ট্রেশন সম্পন্ন করা নাগরিকদেরকে আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে টিকা দেওয়া হবে।

যেসব স্থানে টিকা দেওয়া হবে:

১. বান্দরবান সদর হাসপাতাল
২. প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
৩. সম্মিলিত সামরিক হাসপাতাল (আর্মি হাসপাতাল), বান্দরবান এবং আলীকদম।

যারা অগ্রাধিকার পাবেন:

১. যাদের বয়স ৫৫ বছরের বেশি।

যাদেরকে টিকা দেওয়া হবে না:

১. যাদের বয়স ১৮ বছরের কম
২. গর্ভবতী নারী
৩. গুরুতর অসুস্থ ব্যক্তি

শেয়ার করুন