৩১ জুলাই পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই বিদ্যুৎ বিল দেওয়া যাবে

প্রতীকি ছবি

আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিলে বিলম্ব মাশুল মওকুফের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

এর আগে করোনাভাইরাস মহামারীর কারণে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিদ্যুতের আবাসিক গ্রাহকদের বিল পরিশোধের ক্ষেত্রে ৫ শতাংশ বিলম্ব ফি মওকুফ করা হয়। নতুন এই প্রজ্ঞাপনের ফলে ৩১ জুলাই পর্যন্ত ৫ শতাংশ বিলম্ব মাশুল ছাড়াই বিল পরিশোধের সুযোগ পাবেন গ্রাহকরা।

এর আগে বিদ্যুতের অস্বাভাবিক বিল পাবার অভিযোগ তোলেন সারা দেশের অসংখ্য গ্রাহক। পরে ভূয়া বিল ইস্যু প্রক্রিয়ায় জড়িত থাকার দায়ে বেশ কয়েকজন কর্মকর্তা এবং কর্মচারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিদ্যুৎ মন্ত্রণালয়।

শেয়ার করুন