সাহেদের অস্ত্র মামলার রায় ঘোষণা

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের অস্ত্র মামলার রায় আজ ঘোষণা করা হবে। এদিন দুপুর ২ টায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে আলোচিত মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে।

সাহেদ সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পাবেন বলে আশা রাষ্ট্রপক্ষের। অন্যদিকে আসামিপক্ষের দাবি, ন্যায় বিচার পেলে খালাস পাবেন সাহেদ। উল্লেখ্য, করোনার ভুয়া রিপোর্ট, প্রতারণাসহ নানা অভিযোগে গত ১৫ জুলাই সাতক্ষীরা থেকে গ্রেপ্তার হন সাহেদ। পরে রিমান্ডে থাকাকালীন উত্তরায় নিজ ফ্ল্যাটে অভিযানে গিয়ে সিআইডি তার বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে। 

পরে এ ঘটনায় ৩০ জুলাই তার বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। আর ২৭ আগস্ট সাহেদের বিচার শুরুর আদেশ দেন আদালত। 

পরে মাত্র ৫ কার্যদিবসে আলোচিত মামলায় ১১ জনের সাক্ষ্য নেন আদালত। পরের ৩ কার্যদিবসে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আজ ২৮ সেপ্টেম্বর রায়ের দিন ঠিক করেন বিচারক। 

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, ‘এ মামলা আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। অস্ত্র মামলায় যে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সেটিই আমরা কোর্টে আবেদন করেছি।’  

এদিকে, রাষ্ট্রপক্ষ সাক্ষ্যপ্রমাণ করতে না পারায় এ মামলায় সাহেদ খালাস পাবেন বলে দাবী আসামিপক্ষের আইনজীবীর। 

শেয়ার করুন