রোয়াংছড়িতে ইমাম হত্যার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি পার্বত্য মন্ত্রীর

covid shed
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ফাইল ফটো

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তুলাঝিরিতে সন্ত্রাসীদের গুলিতে এক নওমুসলিম নিহত হবার ঘটনায় নিন্দা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ২৪ জুন মন্ত্রীর সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া নিহতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন মন্ত্রী।

প্রসঙ্গত, গত ১৮ জুন রাতে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় ওমর ফারুক ত্রিপুরাকে। তিনি ও তার পরিবার কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এর মধ্যে আরো কয়েকটি ত্রিপুরা পরিবারকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। এরপর নিজস্ব জমিতে একটি মসজিদ নির্মাণ করে সেখানেই ইমামতি করতেন তিনি।

শেয়ার করুন