রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের সুষ্পষ্ট পরিকল্পনা জানতে চেয়েছে বাংলাদেশ

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের সুস্পষ্ট পরিকল্পনা জানতে চেয়েছে বাংলাদেশ। এই সমাধানের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার (১৬ জুন) নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার-বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গেনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মন্ত্রী একথা বলেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকটিতে বিশেষ দূত বার্গেনারকে ভাসানচরে স্থাপিত রোহিঙ্গা ক্যাম্প সম্পর্কে অবহিত করেন মন্ত্রী। এ সময় তাকে ভাসানচর পরিদর্শনের আমন্ত্রণও জানানো হয়।

শেয়ার করুন