রোয়াংছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীকে পোশাক ও জুতা উপহার দিলো গাউসিয়া কমিটি

রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর পাশে গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষের জন্যে পোশাক ও জুতা উপহার দিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর বান্দরবান শাখা।

১৯ মে বুধবার বিকালে সংগঠনের নেতৃবৃন্দ পাড়ার বাসিন্দাদের মধ্যে ৭০০ পিস পোশাক ও জুতা বিতরণ করেন। এর মধ্যে ২৫০টি শার্ট, শিশুদের জামা ১৫০টি, গেঞ্জি ১৫০টি, ১২০জোড়া জুতা এবং জিন্স প্যান্ট।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, তারাছা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান উথোয়াইচিং মারমা, গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান শাখার সহ-সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনী, পৌর শাখার সভাপতি তমিজ উদ্দিন চৌধুরী, সদস্য মুহাম্মদ বেলাল, মুহাম্মদ দিদার, জেলা যুব সেনার সভাপতি মুহাম্মদ হাসান উদ্দিন ও বান্দরবান গাউসিয়া লাশ দাফন টিমের সমন্বয়ক মুহাম্মদ সায়েম উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর পাশে গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।

সংগঠনের প্রতিনিধিরা জানান, গাউসিয়া কমিটি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুবসেনা এবং বান্দরবান বাজারের কাপড় ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ মানুষের জন্যে এসব উপহার দেয়া হয়েছে।

গত সোমবার মধ্যরাতে তালুকদার পাড়ার একটি বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত হয় এবং ৭০টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনার পর জেলা পরিষদ, জেলা প্রশাসন, সেনাবাহিনী, রেডক্রিসেন্ট ইউনিটসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্যে সহায়তা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন