মনোনয়ন চাওয়ায়
বান্দরবান সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদককে বহিস্কারের হুমকি!

বান্দরবান সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুমংপ্রু মারমা।

বান্দরবান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাম্যাচিং-জাবেদ গ্রুপের নেতা নুমংপ্রু মারমাকে দলীয় মনোনয়নের আবেদন করায় দল থেকে বহিস্কারের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। গত শনিবার রাতে নির্বাচন সংক্রান্ত জেলা বিএনপির সভায় হয়। এতে নুমংপ্রুকে ডেকে মনোনয়ন আবেদন প্রত্যাহার না করলে বহিস্কারের হুমকি দিয়ে তাঁকে সভা থেকে বের করে দেওয়া হয়েছে বলে সভায় উপস্থিত একাধিক নেতাকর্মি গতকাল রোববার নিশ্চিত করেছেন।

সভায় উপস্থিত কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন জেলা কমিটির সভায় নুমংপ্রু মারমার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বাইরে দলীয় মনোনয়ন ফরম নেওয়ার এবং জমা দেওয়ার অভিযোগ আনা হয়। জ্যেষ্ঠ নেতারা জানতে চান কার নির্দেশে তিনি মনোনয়ন নিয়েছেন। তাঁকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। প্রত্যাহার না করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কার করা হবে জানিয়ে সভা থেকে বের হয়ে যাওয়ার জন্য বলা হয়।

নুমংপ্রু মারমা হুমকির সত্যতা স্বীকার করে বলেছেন তাঁকে রাতে সভায় ডাকা হয়। সেখানে মনোনয়ন ফরম নেওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেছেন দলীয় মনোনয়ন চাওয়ার অধিকার সবার রয়েছে। মনোনয়ন চাওয়া মানে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া নয়। এতে কয়েকজন নেতা মারমুখি অবস্থায় তাঁর দিকে তেড়ে আসেন। প্রার্থীতার জন্য সাক্ষাৎকারের আগে আজ সোমবারের মধ্যে মনোনয়ন আবেদন প্রত্যাহার করতে চাপ দেওয়া হয়। বহিস্কারেরও হুমকি দেন জেলা সাধারণ সম্পাদক জাবেদ রেজা। নুমংপ্রু বলেন তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন না জানালে তাঁকে দলীয় সভা থেকে বের করে দেওয়া হয়।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন বলেছেন নুমংপ্রুকে সভা থেকে বের করে দেওয়া হয়নি। তিনি নিজে বের হয়ে গেছেন। নুমংপ্রুর কাছে জেলা কমিটির মনোনিত প্রার্থী মাম্যাচিংয়ের পক্ষে মনোনয়ন নিয়েছেন কিনা জানতে চাওয়া হয়েছিল। যদি মাম্যাচিংয়ের সমর্থনে মনোনয়ন সংগ্রহ করে থাকেন, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে জানিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। নুমংপ্রু বিষয়টি চিন্তা করে দেখবেন জানিয়ে সভা থেকে বের হয়ে এসেছেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে মনোনয়ন নেওয়ার ব্যাপারে জানতে চাইলে নুমংপ্রু বলেন প্রতিপক্ষ রাজনৈতিক দলের দাবারগুটি হয়ে কাজ করতে তিনি রাজি নন্। এজন্য দল ও দলের ভাবমুর্তি রক্ষার জন্য নিজে দলীয় মনোনয়ন চেয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেছেন তিনি শুনেছেন নুমংপ্রু মারমা দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন। কিন্তু জমা দিয়েছেন কিনা জানেন না। তিনি নুমংপ্রুকে হুমকি দেননি এবং গত রোববারে নির্বাচন সংক্রান্ত জেলা কমিটির সভায় তাঁকে তিনি দেখেনওনি।

বান্দরবান জেলা বিএনপি ১৯৯৩ সাল থেকে বোমাং রাজপরিবারের দুই সদস্য সাচিংপ্রু জেরি ও মাম্যাচিংকে ঘিরে দুইটি পক্ষ রয়েছে। এবারে নির্বাচনে সাচিংপ্রু জেরিসহ তাঁর পক্ষের ১১ জন ও মাম্যাচিং পক্ষের তিনজন দলীয় মনোনয়ন নিয়েছেন। ২০ নভেম্বর প্রার্থীতার জন্য সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে। দলীয় কোন্দলের কারণে বিএনপি বার বার সংসদ নির্বাচনে পরাজিত হয়ে থাকে বলে দলীয নেতাকর্মিরাও স্বীকার করেন।

শেয়ার করুন