বান্দরবানে স্কুল দপ্তরির গলাকাটা লাশ উদ্ধার

বান্দরবানের আলীকদম সদর উপজেলায় পুকুর থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালের দিকে উপজেলা সদরের সাবের মিয়া পাড়ায় একটি পুকুরে ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধারের পর লাশটি অংবাই পাড়ার বাসিন্দা মং মং মারমা (৩৮) এর বলে সনাক্ত করেন স্থানীয়রা। তিনি আলীকদম আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে নিয়োজিত ছিলেন।

এদিকে স্থানীয়রা জানান, মংমং মারমা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন। কিছুদিন আগেও তিনি নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন।

এ বিষয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে অতিরিক্ত মদ পান করে মং মং মারমা ঘর থেকে বের হয়ে যাওয়ার পর রাতে আর ঘরে ফেরেনি। পরদিন শনিবার সকালে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। লাশটির গলা কাটা ছিলো।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিব উদ্দীন জানান, পুকুরে ভাসমান অবস্থায় অংবাই মারমার লাশ উদ্ধার করা হয়। বর্তমানে লাশটি ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন