বান্দরবানে সেনা অভিযানে অস্ত্র, গুলি, চাঁদার রসিদসহ সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। ২৮ এপ্রিল বুধবার ভোরে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন থেকে এসব সরঞ্জাম উদ্ধার করেন বান্দরবান সেনা জোনের সদস্যরা।

তবে এসবের সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।

সেনা সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিরুদ্ধে জনগণের কাছ থেকে চাঁদা আদায় এবং সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। উক্ত এলাকায় জেএসএস এর সশস্ত্র সদস্যদের উপস্থিতির খবর পেয়ে এ অভিযান চালানো হয়েছে। তবে অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ম্যাগাজিনভর্তি ১টি পিস্তল, একে ৪৭ রাইফেলের ১টি ম্যাগাজিন, গোলাবারুদ, ওয়াকিটকি, সোলার চার্জার, ১৩টি মোবাইল ফোন, সন্ত্রাসীদের ব্যবহৃত জলপাই রঙের পোশাক, চাঁদার রসিদ, নগদ অর্থ ও বেশ কিছু মাদকদ্রব্য।

শেয়ার করুন