বান্দরবানের রুমা থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী

রুমা উপজেলার মিনঝিরি পাড়া থেকে সেনা অভিযানে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র।

বান্দরবানের রুমা উপজেলার মিনঝিরি এলাকা থেকে ২টি রাশিয়ান এসএমজি, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড এসএমজি’র গুলি, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১০০ গ্রাম আফিমসহ সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার ভোররাতে রুমা উপজেলার মিনঝিরি এলাকায় অভিযান চালায় রুমা সেনা জোনের সদস্যরা। এ সময় সন্ত্রাসীদের সাথে সেনা সদস্যদের কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনা সূত্র।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সন্ত্রাসীদের আস্তানা থেকে অস্ত্র, গুলি ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

রুমা ২৭ বেঙ্গল-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জোবায়ের শফিক জানান, সন্ত্রাসীরা একটি জুম ঘরে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা সেনা সদস্যদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। সেনা সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়।

শেয়ার করুন