বান্দরবানের রুমায় অপহরণের ৫ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগা লেক। প্রতীকি ছবি।

বান্দরবানের রুমায় লারাম বম (৫০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সশস্ত্র সন্ত্রাসীরা পাঁচ দিন আগে তাকে অপহরণ করেছিল বলে দাবি করেছে তার পরিবার। ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের বগালেক-কেওক্রাডং সড়কে হারমুন পাড়ার পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লারাম বম বগালেকের সাংলিয়াম বমের পুত্র। তিনি বগালেক পাড়ায় কটেজ ও রেস্টুরেন্টের ব্যবসা করতেন। 

লারাম বমের ছোট ভাই লালকিম বম জানান, গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগালেকের গির্জায় প্রার্থনা চলাকালে একটি সশস্ত্র দল আসে। তারা লারাম বম, বাবা সাংলিয়াম বম, লারামের স্ত্রী নুজিং বমসহ পাঁচ জনকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। পরে বাবা ও লারামের স্ত্রীসহ চারজনকে ছেড়ে দেওয়া হয়। লারামের আর খোঁজ পাওয়া যায়নি।

শুক্রবার সকালে স্থানীয়দের কাছে গলিত মরদেহের খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে বগালেক পাড়ায় নিয়ে আসে। লারাম বম রুমা উপজেলার সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী ছিলেন। তবে লারামের স্বজনদের দাবি, তিন-চার বছর ধরে তার জনসংহতি সমিতির সঙ্গে তার কোন যোগাযোগ নেই।

রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, বগালেক-কেওক্রাডং সড়ক এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা তাকে লারাম বম বলে শনাক্ত করেছে।

শেয়ার করুন