বান্দরবানের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং থোয়াই মারমাকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর দেড়টার দিকে রোয়াংছড়ি থেকে মোটরসাইকেলে বান্দরবান সদরে যাবার পথে শামুকঝিরির আলেক্ষ্যং রাস্তার মোড়ে এ হত্যাকান্ড ঘটে। স্থানীয়রা গুলিবিদ্ধ মং মং থোয়াইকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত ভিডিও সংবাদটি দেখতে ক্লিক করুন এখানে

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম জানান, ‘ঘটনার এখনো আমরা কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষীকে পাইনি। তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত এবং তাদের ছোঁড়া গুলির দু’টি খোসা পাওয়া গেছে। আমাদের তদন্ত অব্যাহত আছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।’

বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর বলেন, ‘জনসংহতি সমিতির সন্ত্রাসীরা আমাদেরকে থ্রেট জানানোর অংশ হিসেবে এ হত্যাকান্ড ঘটিয়েছে। তাদের হত্যার তালিকায় আমরা আরো অনেকেই আছি।’

এ ব্যাপারে আলাপ করতে চাইলে সোমবার বিকেলে জনসংহতি সমিতির জেলা সভাপতি উছোমং মারমার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদকও কারাগারে থাকায় অন্য কোনো নেতাকর্মী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন