বইমেলায় প্রকাশিত হয়েছে সা’দ জগলুল আব্বাস-এর ‘শব্দপূরাণ ও আমি’

বইমেলায় পাওয়া যাচ্ছে সা’দ জগলুল আব্বাস-এর কবিতার বই ‘শব্দপূরাণ ও আমি’। ছবি: সা’দ জগলুল আব্বাস।

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সা’দ জগলুল আব্বাস-এর কবিতার বই ‘শব্দপূরাণ ও আমি’। বইটি পাওয়া যাচ্ছে মেলার ১১ নম্বর প্যাভেলিয়নে। ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেন ফাউন্ডেশন ও জার্নিম্যান বুক্স- যৌথভাবে বইটি প্রকাশ করেছে। প্রচ্ছদ এঁকেছেন কবি তারিক সুজাত। সহযোগিতা করেছে ফেসবুক গ্রুপ ‘পোস্টবক্স’। ২০০ টাকা দামের বইটি মেলায় পাওয়া যাবে ১৫০ টাকায়।

বইটির শিরোনাম-কবিতার কিছু অংশ এরকম-
‘কোন এক উষসী ঊষার ক্যানভাসে… / শুঁয়োপোকারা সবুজাভ খোলস ছিঁড়ে / উড়াল দিয়েছিলো… বর্ণিল স্বপ্নের মিছিলে; / মধুনিস্যন্দ মদিরা পিয়ে… / স্বপ্নচোরা মোনার্ক বুঁদ হয়ে ভাবে, / একটি আত্মার প্রসব হলো কি?’

লেখক পরিচিতি: সা’দ জগলুল আব্বাস। একজন মুক্তিযোদ্ধা। অবসরপ্রাপ্ত ব্যাংকার। সাহিত্য এবং সংগীতানুরাগী, খেলাধুলা ভালোবাসেন; সৌখিন আলোকচিত্রী, মাঝে মাঝে আঁকাবুকি করেন। লেখালিখিটাও শখের বশেই করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আইবিএ হতে ব্যবসা প্রশাসনে মাস্টার্স করেছেন।

শেয়ার করুন