পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা আগামী রবিবার বা সোমবার

প্রথম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রবিবার বা সোমবার ঘোষণা করা হবে। প্রথম ধাপের সব পৌরসভায়  ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। 

বৃহস্পতিবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।  তিনি বলেন, পৌরসভার প্রথম ধাপের নির্বাচন ২৭ থেকে ২৯ তারিখে করার জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন থেকে অনুমোদন দিলেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আমাদের আগামী সোমবারের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতেই হবে যোগ করেন তিনি।

ইসি সূত্রে জানা যায়, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়। সেখানে ১৭ নভেম্বরের মধ্যে বা ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার কথা উল্লেখ করা হয়। সে কারণে চলতি সপ্তাহের প্রথম দিকেই নথি  উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার তফসিল ঘোষণা করার জন্য প্রস্তুত ছিল ইসি সচিবালয়। তবে কমিশন থেকে অনুমোদন হয়ে না আসায় তা করা হয়নি। 

বুধবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছিলেন, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য ইসি সচিবালয় প্রস্তুত রয়েছে। কমিশন থেকে নথি অনুমোদন হয়ে আসলেই তা ঘোষণা করা হবে। বৃহস্পতিবার না হলে রবিবার প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হবে।

শেয়ার করুন