পূর্ণ বিকশিত মানুষের লক্ষণ

বয়স হলেই মানুষের পূর্ণ বিকাশ হয়ে যায় না। এ জন্য কিছু বিশেষ গুণ নিজের মধ্যে আত্মস্থ করতে হয় এবং তা জীবনভর অনুশীলন করে যেতে হয়। এসব করতে সক্ষম হলে তবেই মনে করবেন আপনি সবদিক দিয়ে পরিপক্ক মানুষ। নিজেকে তা দাবি করার আগে দেখে নিন নিচের উল্লেখিত বিষয়গুলো আপনার মধ্যে আছে কী না:

*নিজেকে অজ্ঞানতার পরিমাণটা বুঝতে পারা।
*কথা কম বলা এবং বেশি শোনা।
*আত্মকেন্দ্রিক ও অবিবেচক না হয়ে অপরের প্রতি যত্নশীল ও বিবেচক হওয়া।
*সবকিছু ব্যক্তিগতভাবে না নেয়া। সহজভাবে গ্রহণ করতে পারা। প্রতিরোধ বা নিজেকে প্রমাণের প্রয়োজন অনুভব করা।
*কৃতজ্ঞ থাকা এবং দয়ালু হওয়া। কথায় কথায় অভিযোগ না করা।

*নিজের স্বাস্থ্য ও সুখের দায়িত্ব নিজেই নেয়া। ব্যক্তিগত বিষয়ে অন্যের প্রতি নির্ভর না করা এবং আশেপাশের মানুষ ও পরিবেশের ওপর দোষ না দেয়া।
*নিজেকে এবং চারপাশের মানুষদের ক্ষমা করতে পারে এবং সহানুভূতিশীল হওয়া।
*শান্ত ও ধীরস্থির থাকা। হতাশ, ক্ষীপ্ত ও অযৌক্তিক মানুষের ভূমিকায় অবতীর্ণ না হওয়া।
*সবকিছু প্রতিরোধ, নিয়ন্ত্রণের রাখার লোভ পরিহার করে এবং অবিবেচক না হয়ে নমনীয় ও উদার হওয়া।
*আরেকজন এসে করে দেবে সে আশায় বসে না থেকে নিজেকে নিজেই সাহায্য করা।

*প্রতিদানে কিছুই পাবেন না এটা জেনেও ভালো কিছু করা। নিঃস্বার্থ হতে শেখা।
*সবসময়ে নিজেকে ঠিক হিসেবে রায় না দিয়ে, আরেকজনকে ছোট না করে, নিজেকে জয়ী করার লোভে আগ্রাসী না হয়ে অন্যের মতামত, বিশ্বাস ও জীবনযাত্রার ধরনকে বিচার করতে না বসে শ্রদ্ধা করতে শেখা।
*অন্যকেও নিজের সৌভাগ্যের অংশীদার করা।
*কারও ক্ষতি না চাওয়া, অন্যকে অভিনন্দিত করা ক্ষমতা থাকা।
*কাজ করার আগে চিন্তা করা, রূঢ় হওয়ার পরিবর্তে ভালো আচরণ করা।
*অন্যকে উৎসাহিত করা, সহযোগিতামূলক আচরণ করা।
*ঈর্ষা ও সমালোচনা বাদ দিয়ে অন্যের সাফল্যে নিজের আনন্দ খুঁজে পাওয়া।

*নম্র হওয়া এবং নিজের সঙ্গে ঠাট্টা করতে পারা।
*এটা বুঝতে পারা যে জীবন থেকে কোন বিষয়গুলো আপনার বাদ দেয়া উচিত এবং ভিন্ন কিছু করার চেষ্টা করা।
*নিজেকে গ্রহণ করতে পারা, নিজেকে পছন্দ ও ভালোবাসতে পারা। আরেকজনের আসায় বসে না থাকা যাকে নিয়ে *আপনি ভাবছেন সে এসে আপনার জীবনকে ‘পূর্ণ’ করে দেবে।
*নিজের ও সবার জন্য ন্যায়ের পক্ষাবলম্বন করা এবং সঠিক সিদ্ধান্ত নেয়া।
*অনুতাপ ছাড়াই অন্যের ভালোর জন্য ত্যাগ করতে জানা।
*বস্তুগত বিষয়ের সঙ্গে আঁকড়ে না থাকা এবং এসব নিয়ে অহঙ্কার না করা।

শেয়ার করুন