পাসপোর্ট করাতে এসে রোহিঙ্গা নারী ও তার বাংলাদেশি সহযোগী আটক

বান্দরবানে ভূয়া পরিচয়ে পাসপোর্ট করাতে এসে আটক রোহিঙ্গা নারী ও তার বাংলাদেশি সহযোগী।

ভূয়া পরিচয়ে পাসপোর্ট করাতে এসে ধরা পড়েছেন এক রোহিঙ্গা নারী ও তার বাংলাদেশী সহযোগী। বৃহষ্পতিবার বিকালে বান্দরবান পাসপোর্ট অফিস থেকে আটককৃত এ দু’জন হলেন, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত নারী জোসনা আক্তার (১৬) ও বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলম (৩২)।

বান্দরবান পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমদ জানান, বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকার ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করাতে এলে এই নারী ও তার সহযোগীকে আমাদের সন্দেহ হয়। যাচাই বাছাইয়ে সন্দেহ আরো বাড়লে আমরা অতিরিক্ত জেলা প্রশাসনকে বিষয়টি জানাই। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বৃহষ্পতিবার সন্ধ্যায় জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন