পার্শ্ববর্তী দেশগুলোতে চিকিৎসা নিতে বছরে ব্যয় ৪০০ কোটি টাকা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান বলেছেন, প্রতিবছর অসংখ্য মানুষ চিকিৎসা পেতে বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে যাচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় চার বিলিয়ন ডলার (৪০০ কোটি টাকা)। সুচিকিৎসা নিশ্চিত ও সেবার মান বৃদ্ধি করা হলে মানুষ দেশেই সেবা নিবে। এজন্য তিনি চিকিৎসকদের দেশপ্রেম ও সেবায় আন্তরিকতা বাড়াতে হবে।   

আজ বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় স্বাস্থ্য সেবা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় স্বাস্থ্য সচিব আক্ষেপ করে আরও বলেন, উপজেলা পর্যায়ে চিকিৎসকরা নিয়মিত অফিস করেন না। যথাযথ দায়িত্ব পালন করেন না। হাসপাতালের মূল্যবান যন্ত্রপাতি নষ্ট বা অকার্যকর করে কেউ কেউ প্রাইভেট ক্লিনিকে সেবা নিতে রোগী পাঠান। এটি ঠিক না। সিস্টেম অনুযায়ী চিকিৎসকরা পদোন্নতি পাবে জানিয়ে সচিব বলেন, নির্নায়ক মানদণ্ড পরিপূর্ণ হলে চিকিৎসকদের লবিং করতে হবে না। তরুণ চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। পাশাপাশি করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীর, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহ আলম, শিশু বিষেজ্ঞডা. বিশ্বজিত চৌধুরী। 

সভায় জেলা প্রশাসক মিজানুর রহামান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকসহ কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন