স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘নো কমেন্টস, এ বিষয়ে জানি না আমি’

একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও সাহেদ। ছবি: ফেসবুক থেকে

রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনা নিয়ে চুক্তির ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কিছুই ‘জানতেন না’ বলে দাবি করেছেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধের প্রেক্ষিতে অন্য একটি সভা শেষে উপস্থিত হয়েছিলেন তিনি। তবে রিজেন্ট হাসপাতালকে কোভিড-১৯ ডেডিকেটেড হিসেবে চুক্তির বিষয়টি জানা ছিলো না।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সমঝোতা স্মারক স্বাক্ষরের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ একটি কাগজে স্বাক্ষর করছেন, তার পাশে বসা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। পেছনে দাঁড়ানো সাবেক স্বাস্থ্যসচিব, বর্তমান স্থানীয় সরকার সচিব, জননিরাপত্তাসচিবসহ অন্য কর্মকর্তারা।

স্বাস্থ্যখাতের বিভিন্ন দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে গণমাধ্যমের খবর প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নো কমেন্টস, এ বিষয়ে জানি না আমি। নরমাল নিয়ম অনুযায়ী সব কাজ হয়। নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোন প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার এখতিয়ার শুধু অধিদপ্তরের রয়েছে মন্ত্রণালয়ের এক্ষেত্রে কোনো দায়ভার নেই।’

উল্লেখ্য, করোনার ভুয়া সনদ দেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালকে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির চেয়ারম্যান সাহেদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন