‘দেশের অর্ধেক ড্রাইভারের লাইসেন্স নেই’

ওবায়দুল কাদের। ফাইল ছবি

দেশে রেজিস্ট্রেশনপ্রাপ্ত যানবাহনের তুলনায় লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভারের সংখ্যা প্রায় অর্ধেক বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বছরের ৩০ জুন পর্যন্ত ২২ লাখ ছয় হাজার ১৫৫টি মোটরসাইকেলসহ রেজিস্ট্রেশনপ্রাপ্ত মোট যানবাহন ৩৪ লাখ ৯৮ হাজার ৬২০টি এবং ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার ১৮ লাখ ৬৯ হাজার ৮১৬ জন।

তিনি বলেন, দেশে পর্যাপ্ত ড্রাইভিং স্কুল ও ইনস্ট্রাক্টর না থাকায় প্রয়োজনীয় সংখ্যক দক্ষ গাড়িচালক তৈরি হচ্ছে না। এই লক্ষ্যে বিআরটিএ ধারাবাহিকভাবে ড্রাইভিং ইনস্ট্রাক্টর ও ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল রেজিস্ট্রেশন দিচ্ছে। গত ৩০ জুন পর্যন্ত ১২৩টি ড্রাইভিং স্কুলকে রেজিস্ট্রেশন দেয়া হয়েছে এবং ১৭৯ জনকে ড্রাইভিং ইনস্ট্রাক্টর লাইসেন্স দেয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনা নিয়ে যাত্রী কল্যাণ সমিতি মনগড়া রিপোর্ট প্রকাশ করেছে বলে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা শুধু রাস্তার জন্যই হয়, ব্যাপারটা এমন নয়। এখানে রাস্তায় ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার আছে, সচেতনতারও ব্যাপার আছে। শুধু বেপরোয়া ড্রাইভার দায়ী নয়, শুধু রাস্তাও দায়ী না। বেপরোয়া পথচারীরাও অনেক সময় সড়ক দুর্ঘটনার কারণ।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আমি কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে আসছিলাম। দুটি পয়েন্টে দেখতে পেলাম হঠাৎ এক ঝাঁক তরুণ রাস্তায় নেমেছে। তাদের কেউ যদি চলমান গাড়ির তলায় পিষ্ট হয়, কাকে দায়ী করবেন? দেখলাম একটা মেয়ে রাস্তা পার হচ্ছে মোবাইলে কথা বলতে বলতে। চলমান গাড়ি অনেক কষ্টে থামাতে হলো। চলমান গাড়ি যদি তাকে চাপা দেয়, তার জন্য কে দায়ী?

শেয়ার করুন