দরিদ্র শিক্ষার্থীদেরকে মোবাইল কেনার টাকা দেবে সরকার

প্রতীকি ছবি। Getty Images

করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। চলছে অনলাইনে পাঠদান। তবে ইন্টারনেট সংযুক্ত মোবাইল ফোন না থাকায় দেশের বিপুল সংখ্যক দরিদ্র শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশ নিতে পারছেনা। এতে বাড়ছে বৈষম্য।

তাদের বিষয় চিন্তা করে একটি সুযোগের সৃষ্টি করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আর তা হলো- পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে অসচ্ছল শিক্ষার্থীদের ডিভাইস (মোবাইল) কিনে দেওয়ার পরিকল্পনা। ইউজিসি’র সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, এজন্য যেসব শিক্ষার্থীর ডিভাইস কেনার সামর্থ্য নেই, শুধু সেসব শিক্ষার্থীর নির্ভুল তালিকা করতে ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়েছে ইউজিসি। এই তালিকা ২৫ আগস্টের মধ্যে দিতে বলা হয়েছে।

সঠিক তালিকা হাতে এলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সাপেক্ষে দরিদ্র শিক্ষার্থীদেরকে এসব ডিভাইস বা ডিভাইস কেনার টাকা সরবরাহ করা হবে। এতে ধনী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষায় প্রবেশগম্যতায় বৈষম্য হ্রাস পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন