ক্রমেই উর্ধ্বমুখী সংক্রমণের হার

বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩০জন। নতুন করে শনাক্ত হয়েছে ২,৮০৯জন। চলতি বছরে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এর আগে এ বছরের জানুয়ারি মাসের ৭ তারিখে ৩১জন মারা যায় । আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.১৯ শতাংশ। মোট শনাক্ত হয়েছে ৫,৭৩,৬৮৭জন। গত বছরের মার্চের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গত বছর দোসরা জুলাই সর্বোচ্চ ৪০১৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়।

গত বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে হাজারের নিচে নেমে গিয়েছিল। তবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়। এমনকি মৃত্যুর সংখ্যাও বেশ কিছুদিন দশের নিচে ছিল। কিন্তু তাতে দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি। নভেম্বরে সংক্রমণের গ্রাফ কিছুটা ওপরে উঠলেও ডিসেম্বর থেকে সেটা দ্রুত পড়তে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি সংক্রমণের হার তিন শতাংশের নিচে নেমে আসে, দৈনিক শনাক্তের সংখ্যা ছিল তিনশ জনেরও কম।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে মানুষের উদাসীনতা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলা এই ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির একটা বড় কারণ।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৭৫৪জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫,২৪,১৫৯জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮,৭২০জন।

শেয়ার করুন