যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন ২০২১ সালের শুরুতেই পাওয়ার যাবে এমন কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন ডা. অ্যান্থনি ফাউচি। তিনি দেশটির শীর্ষ সরকারি স্বাস্থ্য কর্মকর্তা । মঙ্গলবার মার্কিন সিনেট কমিটির এক শুনানিতে ফাউচি এ কথা বলেন।
এ সময় ফাউচি আরও বলেন, যারা ভ্যাকসিন তৈরি করছে তাদের ভ্যাকসিন যে কার্যকরী তারও কোনো নিশ্চয়তা নেই।
তিনি এ কথাগুলি এমন সময় বললেন যখন পৃথিবীর বিজ্ঞানীরা আশা করছেন আগামী বছর নাগাদ করোনার ভ্যাকসিন পাওয়া যাবে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৪ হাজার ২৮৯ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ১৭০ জন।