করোনায় বন্দী জীবনে প্রবীণদের যত্ন নেবেন কীভাবে

রাজধানীর উত্তরার বাসিন্দা মাহবুবুল আলম। চাকরি শেষে অবসরে যাবার পর থেকেই মাহবুব সাহেবের জীবন ছিল একরকম। সকালে হাঁটতে যাওয়া, বন্ধুদের সাথে দেখা হওয়া, পত্রিকা পড়তে পড়তে সকালের নাস্তা। তারপর সংসারের অন্যান্য ব্যস্ততায় অবসর জীবনেও কেটেছে কর্মমুখর সময়।

কিন্তু কয়েক মাস ধরেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ পাল্টে দিয়েছে সবকিছু। মাহবুব সাহেবের মতো বয়ষ্ক মানুষেরা পড়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাদের সুরক্ষা নিশ্চিত করতে বাড়তি দুশ্চিন্তায় আছেন পরিবারের নবীন সদস্যরা।

এরকম দমবন্ধ পরিস্থিতিতে পরিবারের এই বয়ষ্ক সদস্যদের মনের খবর আমরা ক’জনই বা রাখি। বদলে যাওয়া এই জীবনের সাথে কীভাবে তাল মেলাচ্ছেন তারা?

এই সময়টাতে বয়োজ্যেষ্ঠদের শরীরের পরিচর্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখা জরুরি- বলছেন চিকিৎসকরা।

থমকে থাকা এই জীবনধারায় প্রবীনদের প্রতি সবাই আরো মনোযোগী এবং সহনশীল হবেন, এমনটাই আশা করেন তারা।

শেয়ার করুন