করোনাভাইরাস সম্পর্কে আপনার শিশুকে কী বলবেন

চারপাশে, শুধুই করোনাভাইরাসের প্রসঙ্গ। স্কুল বন্ধ, কেউ বাইরে যায়না। টেলিভিশন খুললেই, শুধু শোনা যায়, করোনাভাইরাসের কথা। বাসার সীমিত গন্ডির মধ্যেই আটকে গেছে শিশুদের পড়ালেখা, খেলাধুলাসহ সবকিছু। এ অবস্থায়, তাদের মনেও প্রশ্ন উঠছে, এই করোনাভাইরাস আসলে কী!

সচেতন অভিভাবক মাত্রই জানেন, শিশুকে ভুল তথ্য দেয়া উচিত নয়। কিন্তু বিশ্বজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়া এই করোনাভাইরাস যত প্রশ্ন আর দুশ্চিন্তার জন্ম দিয়েছে, সেই দুশ্চিন্তা শিশুর মাঝে না ছড়িয়ে কীভাবে সঠিক উত্তর দেয়া যায়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ।

শিশুদের আচরণগত বিষয় নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন, সন্তানকে জানাবার আগে, জানতে হবে নিজেকে। সমস্ত প্রশ্নের উত্তরে, দিতে হবে সঠিক বার্তা।  

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত, এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, থেকেই যাবে। এ অবস্থায়, শিশুদের মানসিক সুস্থতা ধরে রাখতে, অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই।

বিস্তারিত দেখুন ভিডিওতে

শেয়ার করুন