এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় প্রধানমন্ত্রী দিলেন ১০ লাখ টাকা

অভিনেতা এটিএম শামসুজ্জামান। ছবি: সংগৃহীত

অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। রাজধানীর আজগর আলী হাসপাতালে সোমবার সকালে এই অভিনেতার মেয়ে কোয়েলের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সংগীতশিল্পী রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

এ সময় অভিনেতার মেয়ে কোয়েল জানান, এটিএম শামসুজ্জামানকে দেশেই চিকিৎসা করানো হবে, নাকি বিদেশে নিয়ে যাওয়া হবে তা কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য, ২৬ এপ্রিল বিভিন্ন শারিরীক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন এটিএম শামসুজ্জামান। এরপর অবস্থার অবনতি হলে ৩০ এপ্রিল বিকেলে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর থেকে বেশ কয়েকবার তাঁর অবস্থার অবনতি হলেও বর্তমানে তিনি অনেকটাই স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। এর মধ্যে কয়েকবার তাঁর মৃত্যুর গুঞ্জনও ওঠে।

শেয়ার করুন