আবার প্রকাশ হচ্ছে চট্টগ্রামের পাঁচ দৈনিক পত্রিকা

একটি দৈনিক পত্রিকার মালিকের বাসভবন ঘেরাও কর্মসূচি পালনের প্রতিক্রিয়ায় বন্ধ থাকা চট্টগ্রামের পাঁচটি দৈনিক পত্রিকা আবারো প্রকাশিত হতে যাচ্ছে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) আন্দোলনের জেরে টানা ১৬ দিন বন্ধ ছিলো পত্রিকাগুলো। শনিবার থেকে সেগুলো আবার প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা।

গত ২৯ জুলাই ঈদ-উল-আযহার বোনাস না পাওয়ায় দৈনিক আজাদীর প্রকাশক ও সম্পাদক এম এ মালেকের খলিফাপট্টির বাসভবন ঘেরাও করে সিইউজের নেতাকর্মীরা।

এর প্রতিবাদে পরদিন থেকে চট্টগ্রামের স্থানীয় পত্রিকা মালিক ও সম্পাদকদের সংগঠন ‘নিউজপেপার ওনার্স এলায়েন্স’ এর সিদ্ধান্তে পাঁচ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয়া হয়।

সৃষ্ট অচলাবস্থা নিরসনে বিএফইউজের মহসচিব শাবান মাহমুদ ও সহসভাপতি রিয়াজ হায়দারের নেতৃত্বে সিইউজের একটি দল এম এ মালেকের বাসভবনে সাক্ষাতের পর পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার সিইউজে সভাপতি মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রামের দৈনিক পত্রিকার মালিকদের সভাপতির সঙ্গে সাংবাদিকদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।

নিউজপেপারস ওনার্স এলায়েন্স এর সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক বলেন, আমার পত্রিকায় কর্মরতরা সিইউজের সদস্যপদ ত্যাগ করছে। সে সংক্রান্ত একটি চিঠি সিইউজের কাছে রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হয়েছে।

এর প্রেক্ষিতে আমরা আবার পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।

শেয়ার করুন