দেশজুড়েই ব্যাপক সমালোচনা
অতিরিক্ত বিদ্যুৎ বিলের জন্য দায়ীদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা

প্রতীকি ছবি

দেশজুড়েই অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যাপক সমালোচনার মুখে দায়ীদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহষ্পতিবার বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও কোম্পানির বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভাটিতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সভায় পর্যালোচনা হয়। তাতে আগামী ৭ দিনের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল ইস্যুর সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার সিদ্ধান্ত হয়। এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত বিল গ্রহণ করা যাবেনা বলে সিদ্ধান্ত হয়।

বিষয়টি বাস্তবায়নের জন্য একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠনেরও সিদ্ধান্ত হয়।

এ বিষয়ক আরেকটি সংবাদ পড়ুন এখানে: কাউকে অতিরিক্ত বিল দিতে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শেয়ার করুন