হেডম্যানদের বদলি ও পদায়নের প্রস্তাবনা বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হেডম্যানদের মানববন্ধন।

হেডম্যানদের বদলি এবং পদায়নের প্রস্তাবনার প্রতিবাদে মানববন্ধন করেছেন বান্দরবান বোমাং সার্কেলের হেডম্যানরা। ২৪ জুন রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বান্দরবান বোমাং সার্কেল হেডম্যান এসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন হেডম্যান এসোসিয়েশনের সভাপতি সা শৈ প্রু, সাধারণ সম্পাদক টিমংপ্রু এবং সাংগঠনিক সম্পাদক মংনু মারমা।

বক্তারা বলেন, প্রথাগত আইন পাশ কাটিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হলে পাহাড়ে ভূমি জটিলতা বাড়বে। সামাজিক আচার-অনুষ্ঠান এবং বিচার-ব্যবস্থায়ও বিশৃঙ্খলা বাড়বে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি দেন তাঁরা।

১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি অনুযায়ী সার্কেল চীফের প্রতিনিধি হিসেবে মৌজাপ্রধানের দায়িত্ব পালন করেন হেডম্যানরা। তাঁরা বংশ পরম্পরায় নিয়োজিত হন। তাঁদের নিয়োগ এবং বরখাস্তের ক্ষমতা সার্কেল চীফের হাতেই রয়েছে। ২০১৭ সালে জেলা প্রশাসক সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে মৌজা প্রধান হেডম্যানদের রাজস্বভূক্ত করার দাবি জানিয়েছিলেন জেলা প্রশাসকরা। এছাড়া হেডম্যানদের বদলি এবং পদায়নের ক্ষমতা জেলা প্রশাসকদের হাতে ন্যস্ত করার দাবিও জানানো হয়েছিলো সেই সম্মেলনে।

শেয়ার করুন