লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় আম আকৃতির ডিম পেড়েছে এক মুরগী। লামা পৌরসভার চাম্পাতলী এলাকার লামা প্রাণী সম্পদ বিভাগের উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজার পালিত মুরগি গত ৩ দিন যাবত হুবহু আম আকৃতির ডিম পাড়ছে।
অদ্ভুত এ ডিম দেখার জন্য স্থানীয়দের অনেকেই তার বাড়িতে ভীড় করছেন। মুরগীটির মালিক মোহাম্মদ মহসীন রেজা জানান, তার এক বছর বয়সী মুরগীটি ইতিপূর্বে স্বাভাবিক ডিম পাড়তো। কিন্তু গত দুই দিন ধরে মুরগিটির ডিম দেখে হতবাক হচ্ছি। ডিমগুলো হুবহু আম আকৃতির।
আজ শনিবার পর্যন্ত একই আকৃতির তিনটি ডিম পেড়েছে মুরগীটি। ডিম গুলি সংগ্রহ করে বিষয়টি প্রাণী সম্পদ বিভাগের ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও জানান তিনি।
তবে লামা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী মুরগির আমের মতো ডিম পাড়ার ব্যাপারটি অস্বাভাবিক কিছু নয় বলেন জানান।