বান্দরবানের রোয়াংছড়ির নওমুসলিম ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করছেন জেলার ইমামরা। ২৩ জুলাই বুধবার সকালে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন ইমামীর সভাপতিত্বে মানববন্ধনটিতে বাজার মসজিদের খতিব মাওলানা এহছানুল হক আল মুইন ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পাঠ করেন। দাবির মধ্যে ছিলো- হত্যাকান্ডের সুষ্ঠু বিচার, নিহত ওমর ফারুক ত্রিপুরার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করা ও ক্ষতিপূরণ দেওয়া, পার্বত্যাঞ্চল থেকে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পূণঃস্থাপন, হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জনগণের কাছে প্রকাশ করা এবং বান্দরবানের সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ মসজিদগুলোর নিরাপত্তা জোরদার করা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও দেন তারা।
ঘন্টাব্যাপী মানববন্ধনটিতে কয়েকশ’ আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।