মেক্সিকোতে মঙ্গলবার ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পে ওয়াক্সাকা পার্বত্য অঞ্চলের হুয়াতুলকো শহরে ৪ জনের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।
স্থানীয় এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভূমিকম্পে অন্তত ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ৩০টি বাড়ির অবস্থা শোচনীয়।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওরবাদোর জানান, ভূমিকম্পে বন্দর, বিমানবন্দর বা তেল কোম্পানি কোনোটাই ক্ষতিগ্রস্ত হয়নি।
আল জাজিরা।