এখন থেকে রাইড শেয়ারিংয়ে গাড়ি ব্যবহারে নিতে হবে এনলিস্টমেন্ট সার্টিফিকেট

প্রতীকি ছবি

রাইড শেয়ারিং এপের মাধ্যমে যানবাহন ভাড়া দেবার জন্যে এখন থেকে আলাদা এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিতে হবে। এই সার্টিফিকেট দেবে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ- বিআরটিএ।

২১ জুন থেকে এপের মাধ্যমে মোটর কার, মাইক্রোবাস, জীপ ও এম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। রাইড শেয়ারিংয়ে ব্যবহার হবে এমন সব যানবাহনের জন্যে এনলিস্টমেন্ট সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছ।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন রাইড শেয়ারিং এপ ব্যবহারের মাধ্যমে রাজধানীতে ২৫৫টি যান চলাচলের অনুমতি দিয়েছে বিআরটিএ।

তবে মোটর সাইকেলে রাইড শেয়ারিংয়ের জন্য এখনো কোনো অনুমতি দেওয়া হয়নি।

নতুন এ পদ্ধতিতে মোটর সাইকেলের জন্য ৫০০ টাকা এবং অন্যান্য যানবাহনের জন্য ১০০০ টাকা ফি জমা দিয়ে বিআরটিএ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিতে হবে। প্রতি বছর ফি জমা দিয়ে সার্টিফিকেট নবায়ন করতে হবে।

বিআরটিএ’র পরিচালক (প্রকৌশল) মোঃ লোকমান হোসেন মোল্লা জানান, করোনা পরিস্থিতিতে এখনো মোটর সাইকেলে রাইড শেয়ারিংয়ের অনুমতি দেওয়া হয়নি। যখন দেওয়া হবে তখন মোটরসাকেল এবং অন্যান্য যানবাহনের এনলিস্টমেন্ট সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করার জন্য নিয়মতি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

শেয়ার করুন