প্রচ্ছদ আন্তর্জাতিক মুম্বাইয়ে বহুতল ভবন ধসে নিহত ১১

মুম্বাইয়ে বহুতল ভবন ধসে নিহত ১১

ভারতের মুম্বাইয়ে বহুতল ভবন ধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার স্থানীয় সময় রাত ১১টার পরে মুম্বাইয়ের পশ্চিম মালাডের মালভানি এলাকায় চারতলা ভবনটি ধসে পড়ে।

দেশটির শীর্ষস্থানীয় বাংলা পত্রিকা আনন্দবাজার জানায়, ভবন ধসে পড়ার সময় সেখানে শিশুসহ অনেক বাসিন্দা ছিলেন। স্থানীয়রা ও পুলিশ মিলে প্রাথমিকভাবে উদ্ধার করে ১৫ জনকে। পরে দমকল এবং উদ্ধারকারী দলও পৌঁছায়।

মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ বলেছেন, ‘ভারী বৃষ্টিপাতের জেরেই ভেঙে পড়ে ওই বহুতল ভবনটি।’

ওই এলাকার আরও তিনটি বহুতল ভবনকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করেছে পৌর কর্তৃপক্ষ। সেখানে থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজও চলছে।

বুধবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছিল মুম্বাইয়ে। দিনভর বৃষ্টির জেরে বিভিন্ন রাস্তা এবং রেললাইন জলমগ্ন হয়ে পড়ে। যোগাযোগ ব্যবস্থাও আংশিকভাবে বন্ধ হয়ে যায়।

ভারতের বিভিন্ন রাজ্যে আগামী এক সপ্তাহ ধরেই এমন প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানাচ্ছে দেশটির আবহাওয়া অফিস।

শেয়ার করুন