মিয়ানমারে ভয়াবহ খনি ধসে ১১৩ জন নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের এইচপাকান্ত শহরে এ খনিটি অবস্থিত। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেক শ্রমিক। বৃহস্পতিবার সকালে এই খনি ধসের ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত খনিটি ধসের কারণ বলে জানা গেছে। এই ঘটনার মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
মিয়ানমারের কাচিন অঞ্চলটিতে বিশ্বের সবচেয়ে ভাল জেড পাথরের খনি রয়েছে। দেশটির মোট জিডিপির অর্ধেক আসে জেড শিল্প থেকে। জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে “স্বর্গের পাথর” হিসেবে আখ্যায়িত করা হয়।