ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
প্রণব মুখার্জির মৃত্যুর মধ্য দিয়ে ভারতীয় রাজনীতির এক বিরাট অধ্যায়ের অবসান হল। দিল্লির সেনা হাসপাতালে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এক টুইটে লিখেছেন, “ভারি হৃদয় নিয়ে আপনাদের জানাচ্ছি, আমার বাবা প্রণব মুখার্জি আরআর হাসপাতালের ডাক্তারদের সব চেষ্টা এবং ভারতজুড়ে মানুষের প্রার্থনা ও দোয়া সত্ত্বেও এইমাত্র মারা গেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।”
প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে লিখেছেন, ‘ভারতরত্ন প্রণব মুখার্জির প্রয়াণে ভারত আজ শোকগ্রস্থ।’ প্রণবের পদধূলি নেওয়ার একটি ছবি টুইটে শেয়ার করে মোদী লিখেছেন, ‘দেশের উন্নয়নের ধারায় তিনি অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। একজন অসাধারণ পণ্ডিত, এক গৌরবময় রাষ্ট্রনায়ক, রাজনীতির সব মহল ও সমাজের সব শ্রেণির মানুষের শ্রদ্ধা পেয়েছেন তিনি।’
গত ৯ আগস্ট রাতে দিল্লির বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি । পরদিন চিকিৎসকের পরামর্শে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে ভর্তি করা হয় তাকে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় তার।
অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বে প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা করতে গিয়ে প্রণব মুখার্জির দেহে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিকেল বোর্ডের অধীনে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনে রাখা হয়।
প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। গত বছর তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত হন।