ভারতে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গতকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। অথচ চার দিন আগেও দেশটিতে করোনা আক্রান্ত ছিল ৬ লাখ।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গতকালের সংখ্যা ছিল ৭ লাখ ১৯ হাজার ৬৬৫ জনে। সেইসঙ্গে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ২০ হাজার ১৬০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ।
ভারতে করোনা সংক্রমণ ছড়ানোর পর কয়েক দফায় লকডাউন বৃদ্ধি করা হয়েছিল। পরবর্তীতে দেশজুড়ে লকডাউন শিথিল করে দেওয়া হয়। এরপর দ্রুত গতি সংক্রমণের হার বাড়তে থাকে।
বিশ্বে আক্রান্তের সংখ্যায় ভারতের অবস্থান তৃতীয়। এর উপরে রয়েছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।
এনডিটিভি।