বুয়েটের ভিসি হলেন সত্য প্রসাদ মজুমদার

বুয়েটের নতুন ভিসি সত্য প্রসাদ মজুমদার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ছিলেন।

বুয়েটের সাবেক ভিসি ড. সাইফুল ইসলামের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন তিনি। ২০১৬ সালের জুন মাসে চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন ড. সাইফুল ইসলাম। অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করে।

এর আগে দুই মেয়াদে উপ-উপাচার্যর দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. নাসরীন আহমাদ। এখন থেকে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তার স্থলাভিষিক্ত হলেন। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন