বিশ্বজুড়ে করোনাভাইরাসে গতকাল একদিনে রেকর্ড ২ লাখ ৯৪ হাজারের বেশি রোগী আক্রান্ত শনাক্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ সংস্থা জানায়, মহামারী শুরু হওয়ার পর এই প্রথম একদিনে এতো বিপুল সংখ্যক মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।
বিবিসির এক সংবাদে জানা যায়, যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে সারা বিশ্বে এখনও পর্যন্ত দুই কোটি ১৫ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
এর মধ্যে মৃত্যু হয়েছে৭ লাখ ৭১ হাজার মানুষের। সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৩৪ লাখের বেশি মানুষ।
আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মারা গেছেন এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ। আর আক্রান্তের সংখ্যা ৫০ লাখেরও বেশি।