বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়াল এবং প্রতিদিন এ সংখ্যা বেড়েই চলেছে। আর মৃত্যুর হিসেবে ইতিমধ্যে বিশ্বের প্রায় ৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে করোনার থাবায়।
ওয়ার্ড ও মিটারের দেওয়া তথ্যমতে, বিশ্বে আজ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮ হাজার ১৪৫ জন। সেই সঙ্গে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৯ হাজার ১০৩ জনের। অন্যদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫৪ লাখ ১৫ হাজার ৪১৭ জন।
করোনায় আক্রান্তের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় মোট মৃত্যুর দিক দিয়েও প্রথমে রয়েছে দেশটি। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৮২ হাজার ৯৯৬ জন মানুষ এবং মৃত্যুবরণ করেছেন ১ লাখ ২৭ হাজার ৯৮৬ জন। অন্যদিকে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৭১ হাজার ৪৫০ জন।
করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১২ লাখ ৮৪ হাজার ২১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৫৬ হাজার ১৯৭ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৯৭ হাজার ৫২৬ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া আর চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। রাশিয়ায় মোট ৬ লাখ ২৭ হাজার ৬৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে আর দেশটিতে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৬৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৩৬২ জন। ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন আর করোনায় মৃত্যু হয়েছে ১৬ হাজার ১০৩ জনের এবং ৩ লাখ ১০ হাজার ১৪৬ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
সেদিক থেকে করোনায় বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৭ নম্বরে। দেশে এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৫ জনের। সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩৫৮ জন।