প্রচ্ছদ পার্বত্য চট্টগ্রাম বান্দরবান সদর হাসপাতালে চলতি অর্থবছরেই সেন্ট্রাল অক্সিজেন এবং আইসিইউ

বান্দরবান সদর হাসপাতালে চলতি অর্থবছরেই সেন্ট্রাল অক্সিজেন এবং আইসিইউ

বান্দরবান সদর হাসপাতালে চলতি অর্থবছরেই স্থাপন করা হবে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। এ লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে জেলা পরিষদ। সদর হাসপাতালে এর যন্ত্রপাতি বসানোর স্থান নির্ধারনও চূড়ান্ত হয়েছে।

এছাড়াও স্থাপন করা হবে ৪ বেডের আইসিউ। যেখানে আধুনিক সব ব্যবস্থা থাকবে। স্থানীয় চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আইসিউ ব্যবস্থাপনা করা হবে। এ লক্ষ্যে মঙ্গলবার জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে স্বাস্থ্য বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট রাখতে যাচ্ছে জেলা পরিষদ। সেন্ট্রাল অক্সিজেন ও আইসিউ স্থাপনের জন্য ২.৫ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় সিভিল সার্জন ডা. অংসুই প্রু, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, ও ডা. চিংশোয়েফ্রু বাচিং উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বান্দরবান সদর হাসপাতালে যুক্ত হলো ৯টি অক্সিজেন কনসেনট্রেটর

শেয়ার করুন