বান্দরবানে হেলমেট ব্যবহারকারী মটরবাইক চালকদের ফুল ও মিষ্টি দিয়ে উৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। সড়ক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ৫ এপ্রিল বৃহষ্পতিবার সকালে শহরের ট্রাফিক মোড়ে হেলমেট পরিহিত চলাচলকারীদের হাতে ফুল তুলে দেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার। এ সময় তাঁদেরকে মিষ্টিও খাওয়ানো হয়।
জেলা প্রশাসক বলেন, সড়কে সবাই যেন নিরাপদে থাকে, সেজন্যেই এই সচেতনতামূলক কর্মসূচি। আমরা চাইছি সব চালকরা নিজেদের এবং অন্যদের জীবনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। রাস্তায় চলাচলের ক্ষেত্রে দেশের প্রচলিত আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকার আহবান জানান তিনি।
বান্দরবানে হেলমেট বিক্রির ধুম!
পুলিশ সুপার বলেন, সবাই হেলমেট পরতে অভ্যস্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, হাইড্রোলিক হর্নের বিরুদ্ধেও পুলিশ শীঘ্রই এ্যাকশনে নামবে।
এ সময় মটরবাইক চালকরাও প্রশাসনের এই উদ্যোগের জন্যে ধন্যবাদ জানান। ৩১ মার্চ বান্দরবান শহরের রেডিও স্টেশন সংলগ্ন এলাকায় বাস-মটরবাইক মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হবার পর হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করে বান্দরবান সদর ট্রাফিক বিভাগ।