বান্দরবানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

বান্দরবানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। ২০ মার্চ রবিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

স্থানীয় রাজার মাঠে এ অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা পরিষদের মূখ্য নির্বাহী এটিএম কাউছার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশসহ জেলার বিশিষ্টজনেরা।

জেলায় মোট ৬৪ হাজার ২৪১ জনকে দুই দফায় দেওয়া হবে টিসিবি পণ্য।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, টিসিবি মসুর ডাল, সয়াবিন তেল, চিনি ও ছোলা বিক্রি করবে। প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকায় লিটারে নিতে পারবেন। এসব পণ্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ হবে। ২০ মার্চ প্রথম দফায় ৩৮৫ টন এবং ২৭ মার্চ দ্বিতীয় দফায় ৫১৩ টন পণ্য বিক্রি করা হবে।

শেয়ার করুন